শেয়ার কিনেছেন সাত কোম্পানির বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৮ নভেম্বর-২ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৩৯ কোটি ৯৭ লাখ ৭৬ হাজার ৪৪০ টাকার শেয়ার ও ইউনিট।এরমধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ২ হাজার ৯১ কোটি ৭৪ লাখ ১৫ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ডেলটা লাইফ, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, জেনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক এবং ওরিয়ন ফার্মা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে শীর্ষ লেনদেনের কোম্পানিগুলোর মধ্যে সাত কোম্পানির শেয়ারকিনেছেন বিনিয়োগকারীরা। ফলে দর বৃদ্ধিতে এগিয়েছিলকোম্পানিগুলো। যেগুলো হলো- ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ডেলটা লাইফ, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক এবং ওরিয়ন ফার্মা। শেয়ার কেনারচাপ থাকায় সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর দর বৃদ্ধি পেয়েছে ।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক। কোম্পানিটির ২১ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ২১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪২৮ কোটি ২৯ লাখ ২৯ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৮ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৯ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৩০ পয়সা বা ১.৫৯ শতাংশ।
লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক। কোম্পানিটির ১৩ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ১০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৯ কোটি ৫৭ লাখ ৪৮ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৪ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৫ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৯.২২ শতাংশ।
লেনদেনের তালিকার চতুর্থ স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। কোম্পনিটির ৮ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৪৭০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৩ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৮ টাকা ৭০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৯ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৪০ পয়সা বা ২.১৪ শতাংশ।
ডেলটা লাইফ ইন্সুরেন্স লেনদেন তালিকার পঞ্চম স্থানে রয়েছে। কোম্পানিটির ৬৯ লাখ ৮৭ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৫ কোটি ৫৭ লাখ ১৬ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ২০৬ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ২০৮ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ১.০২ শতাংশ।
লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির ১ কোটি ৪২ লাখ ৬৮ হাজার ১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪০ কোটি ৭২ লাখ ৭৯ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৯৭ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৯৮ টাকা ১০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৬০ পয়সা বা ০.৬২ শতাংশ।
ব্র্যাক ব্যাংক লেনদেন তালিকার নবম অবস্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৮৯ লাখ ৬১ হাজার ৩২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৩ কোটি ৭ লাখ ৮৩ হাজার টাকা।বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫২ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৫৪ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২ টাকা বা ৩.৮২ শতাংশ।
লেনদেন তালিকার দশম স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৮৯ লাখ ৪৪ হাজার ৪৭৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯২ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১০০ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১০২ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৩.৮২ শতাংশ।
শেয়ারনিউজ, ৪ ডিসেম্বর ২০২১
https://www.sharenews24.com/article/43805/index.html